
৪১তম বিসিএস এর সার্কুলার প্রকাশ । বাংলাদেশ সিভিল সার্ভিস স্বপ্নের চাকরি বিসিএস পরীক্ষার সাকুর্লার প্রকাশ করা হয়েছে ।
আবেদন শুরু- ০৫/১২/২০১৯ থেকে ০৪/০১/২০২০ পর্যন্ত।।
পদসংখ্যা–২১৩৫
পররাষ্ট্র -২৫
প্রশাসন -৩২৩
পুলিশ -১০০
কাস্টমস -২৩
কর-৬০
অডিট-২৫
সমবায়-০৮
আনসার -২৩
পরিসংখ্যান ১২
তথ্য-৪৭
কৃষি-১৮৯
বাণিজ্য-০৪
স্বাস্থ্য-১৪০
শিক্ষা-৮৯২
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক অথবা স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন । আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩০ বছরের মধে্যে হতে হবে । মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর পর্যন্ত আবেদন করা যাবে ।
আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে (http://bpsc.teletalk.com.bd/ ) আবেদনপত্র পূরণ করতে হবে । এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপিতে উল্লেখ করা আছে ।
আবেদনের সময়সীমা
অনলাইনের মাধ্যমে আবেদন ও ফি প্রদান শুরু হবে ০৫/১২/২০১৯ থেকে ০৪/০১/২০২০ পর্যন্ত।।
সূত্র : ওয়েভসাইট (http://www.bpsc.gov.bd )
বিসিএস এর তিনস্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি
বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধান অনুযায়ী বাংলাদেশ সিভিল সার্ভিসে উপযুক্ত প্রার্থী মনোনয়নের উদ্দেশ্যে সরকারী কর্ম কমিশন নিম্নোক্ত ৩ স্তর বিশিষ্ট নিয়োগ পরীক্ষা গ্রহণ করে থাকে
প্রথম স্তরঃ ২০০ নম্বরের MCQ Type Preliminary Test ।
দ্বিতীয় স্তরঃ প্রিলিমিনারি টেস্টে কৃতকার্য প্রার্থীদের জন্য ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা।
তৃতীয় স্তরঃ লিখিত পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের জন্য ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা।
প্রথম স্তরঃ ২০০ নম্বরের MCQ Type Preliminary Test
শূন্য পদের তুলনায় প্রার্থী সংখ্যা বিপুল হওয়ায় লিখিত পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই-এর জন্য বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪-এর বিধি-৭ অনুযায়ী বাংলাদেশ সরকারী কর্ম কমিশন ২০০ নম্বরের MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করে থাকে। ৩৪তম বিসিএস পরীক্ষা পর্যন্ত ১০০ নম্বরে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হতো। বিসিএস পরীক্ষা বিধিমালা-২০১৪-এর বিধানমতে ৩৫তম বিসিএস পরীক্ষা হতে ২০০ নম্বরের ২ ঘণ্টা সময়ে ১০টি বিষয়ের উপর MCQ Type প্রিলিমিনারি টেস্ট গ্রহণের ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে।
২য় স্তরঃ ৯০০ নম্বরের লিখিত পরীক্ষা (গড় পাস নম্বর ৫০%)
প্রিলিমিনারি টেস্ট-এ কমিশন কর্তৃক কৃতকার্য ঘোষিত প্রার্থীদের ৯০০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়। নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী ২৭টি ক্যাডার সাধারণ ক্যাডার এবং কারিগরি/পেশাগত ক্যাডার এই দুই ক্যাটাগরিতে বিভক্ত।
৩য় স্তরঃ বিসিএস-এর ২০০ নম্বরের মৌখিক পরীক্ষা (পাস নম্বর ৫০%)
বিসিএস-এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ২০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক। মৌখিক পরীক্ষায় পাশ নম্বর ৫০%।
বিস্তারিত বিজ্ঞপিতে










My brother suggested I would possibly like this blog. He used to be entirely right. Cleopatra Claudio Favian
Piece of writing writing is also a fun, if you be acquainted with after that you can write if not it is complicated to write. Claudine Thornton Venita
I was just seeking this information for some time. Koral Jonathan Blase
Appreciation to my father who informed me about this web site, this website is truly awesome. Engracia Elden Edouard
Menjalankan permainan poker ini pun juga cukup mudah. Joya Yorgos Zeiger